Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ নভেম্বর ২০২২

ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের জীবন বৃত্তান্ত

ড. মল্লিক আনোয়ার হোসেন

(অতিরিক্ত সচিব)

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)

 

ড. মল্লিক আনোয়ার হোসেন ৮ সেপ্টেম্বর ২০২২ সালে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এ যোগদান করেন। এর আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসংস্থান অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ১৫ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।

ড. মল্লিক আনোয়ার হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে বি এস সি (এজি) অনার্স কৃষি বিজ্ঞানে স্নাতক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রাক্তনঃ ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার-(ইপসা) থেকে এম এস ডিগ্রি অর্জন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ থেকে কৃষি অর্থনীতিতে পি এইচ ডি ডিগ্রি অর্জন করেন। তাঁর কর্মজীবনে বেশ কিছু সংখ্যক গবেষণামূলক প্রতিবেদন, প্রবন্ধ এবং বই প্রকাশিত হয়েছে। 

ড. মল্লিক আনোয়ার হোসেন প্রশাসন ক্যাডারের একজন সদস্য হিসেবে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এবং জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউট, জেলা তথ্য কর্মকর্তা, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এর উপ পরিচালক, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ (বেনাপোল) এর পরিচালক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক এবং অতিরিক্ত মহাপরিচালক  হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুগ্মসচিব হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (বিএসএল) বোর্ডের পরিচালক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক সিন্ডিকেট সদস্য হিসেবে নিয়োজিত ছিলেন।

ড. মল্লিক আনোয়ার হোসেন United Nations Population Fund (UNFPA), ব্রিটিশ কাউন্সিল এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের Committee for Economic and Commercial Cooperation-COMCEC-এর অর্থায়নে গবেষণা প্রকল্প পরিচালনা করেন। পরিবেশ, পর্যটন এবং অভিবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তিনি কর্মদক্ষতার স্বাক্ষর রেখেছেন। নৈতিক অভিবাসন এবং বিদেশে দক্ষ কর্মী প্রেরণের লক্ষ্যে বর্তমানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এ নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ-ই দক্ষকর্মী গড়ার হাতিয়ার এই লক্ষ্যে  বোয়েসেল-এর সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করে চলেছেন। তিনি সৌদি আরব, যুক্তরাষ্ট্র, চীন, কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত, ব্রুনাই, মালয়েশিয়া ও ভারতসহ বেশ কয়েকটি দেশ সফর করেছেন।